স্বাভাবিকভাবে আপনি যখন কোনো ডকুমেন্ট সেভ করেন, তখন সেটি কম্পিউটারের “ডাউনলোডস” (Downloads) ফোল্ডারে সেভ হয়। তবে, যদি আপনি সেভ করার সময় নিজে নির্দিষ্ট করে কোনো ফোল্ডার নির্বাচন করে দেন, তাহলে সেটি সেই নির্বাচিত ফোল্ডারেই সেভ হবে। অনেক অ্যাপ্লিকেশন, যেমন মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল, তাদের নিজস্ব ডিফল্ট সেভ লোকেশনও সেট করে থাকে, যা সাধারণত “ডকুমেন্টস” (Documents) ফোল্ডার হয়ে থাকে। কিন্তু আপনি চাইলে সেভ করার আগে ‘Save As’ অপশন ব্যবহার করে ফাইলটি কোথায় সেভ করবেন, তা পরিবর্তন করতে পারেন।
সাধারণত কোনো ডকুমেন্ট সেভ করলে সেটি কোথায় সেভ হয়?
ক) ই ফোল্ডারে
খ) এফ ফোল্ডারে
গ) মাই ডকুমেন্ট ফোল্ডারে
ঘ) ডি ফোল্ডারে
সঠিক উত্তর : গ) মাই ডকুমেন্ট ফোল্ডারে