মামার বাড়ি

মামার বাড়ি
জসিমউদ্দীন

আয় ছেলেরা, আয় মেয়েরা,
ফুল তুলিতে যাই,
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই।

ঝড়ের দিনে মামার দেশে
আম কুড়াতে সুখ
পাকা জামের শাখায় উঠি
রঙিন করি মুখ।
(অংশবিশেষ)

মুখে মুখে উত্তর বলি

১. ফুলের মালা গলায় দিয়ে ছেলে মেয়েরা কোথায় যেতে চায়?

২. কখন আম কুড়াতে সুখ?

৩. তুমি মামার বাড়ি গিয়ে কী কী করো?

৪. কবিতাটি নিজের মতো বলো।

error: Content is protected !!