ওযুর ফরজ চারটি। এগুলো হলো:
১. সমস্ত মুখমণ্ডল ধৌত করা: কপাল থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত ভালোভাবে ধুতে হবে।
২. দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা: ডান হাত ও বাম হাত কনুইসহ ভালোভাবে ধুতে হবে।
৩. মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা: ভেজা হাত দিয়ে মাথার সামনের দিক থেকে পিছনের দিকে এবং পিছন দিক থেকে সামনের দিকে একবার মাসেহ করতে হবে।
৪. দুই পা টাখনুসহ ধৌত করা: ডান পা ও বাম পা টাখনুসহ ভালোভাবে ধুতে হবে।