গোসলের ফরজ তিনটি:
১. গড়গড়াসহ কুলি করা: মুখের ভেতর এমনভাবে পানি দিয়ে কুলি করা, যাতে মুখের কোনো অংশ শুকনো না থাকে।
২. নাকে পানি দেওয়া: নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো।
৩. সমস্ত শরীর ধৌত করা: শরীরের প্রতিটি অঙ্গ, লোমকূপসহ ভালোভাবে পানি দিয়ে ধৌত করা, যাতে কোনো অংশ শুকনো না থাকে।