- মানুষ প্রথম চাঁদে কবে অবতরণ করে?
- সম্প্রতি UN Women এ কত লক্ষ মার্কিন ডলার দান করলো ভারত?
- যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন?
মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কমোডোর ম্যাথু পেরি (Matthew Perry) সর্বপ্রথম ১৮৫৩ সালে চারটি যুদ্ধজাহাজ নিয়ে জাপানে পদার্পণ করেন। তিনি জাপানের isolationist নীতি ভেঙে জাপানকে পশ্চিমা বিশ্বের সাথে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন।