বহিপীর প্রশ্ন উত্তর

বহিপীর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. বহিপীরের সহকারীর নাম কী?
উত্তর :
বহিপীরের সহকারীর নাম হকিকুল্লাহ্।

২. হাতেম আলি শহরে এসেছেন কেন?
উত্তর :
হাতেম আলি বাল্যবন্ধুর নিকট হতে টাকা ধার নেওয়ার জন্য শহরে এসেছেন।

৩. মানুষ কি দিয়ে সব বিচার করে?
উত্তর :
মানুষ সময়ের দীর্ঘতা দিয়ে সব বিচার করে।

৪. ‘বহিপীর’ নাটকে ব্যক্তিত্বহীন চরিত্র কোনটি?
উত্তর :
‘বহিপীর’ নাটকের ব্যক্তিত্বহীন চরিত্র হকিকুল্লাহ্।

৫. হকিকুল্লাহ্ কে?
উত্তর :
হকিকুল্লাহ্ বহিপীরের সহকারী।

৬. হাতেম আলির ছেলের নাম কী?
উত্তর :
হাতেম আলির ছেলের নাম হাশেম আলি।

৭. সূর্যাস্ত আইন কখন প্রণীত হয়?
উত্তর :
সূর্যাস্ত আইন ১৭৯৩ সালে প্রণীত হয়।

৮. বজরাতে কয়টি কামরা ছিল?
উত্তর :
বজরাতে দুটি কামরা ছিল।

৯. ‘বহিপীর’ নাটকের প্রথম সংলাপ কার?
উত্তর :
‘বহিপীর’ নাটকের প্রথম সংলাপ হাশেমের।

১০. ‘বহিপীর’ নাটকের শেষ সংলাপটি কার?
উত্তর :
‘বহিপীর’ নাটকের শেষ সংলাপটি বহিপীরের।

১১. ‘এমন ঝড় কখনো দেখিনী’ – সংলাপটি কার?
উত্তর :
‘এমন ঝড় কখনো দেখিনী’ – সংলাপটি হাশেমের।

১২. তাহেরা কোন ঘাট থেকে বজরায় উঠেছিল?
উত্তর :
তাহেরা ডেমরার ঘাট থেকে বজরায় উঠেছিল।

১৩. চাকরটি তাহেরাকে কোথায় দেখতে পায়?
উত্তর :
চাকরটি তাহেরাকে দেখতে পায় ডেমরার ঘাটে।

১৪. বদ লোকেরা কাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে?
উত্তর :
বদ লোকেরা তাহেরাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে।

১৫. তাহেরা কার সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিল?
উত্তর :
তাহেরা তার চাচাতো ভাইয়ের সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিল।

১৬. নৌকার সাথে কীসের ধাক্কা লেগেছিল?
উত্তর :
নৌকার সাথে বজরার ধাক্কা লেগেছিল।

১৭. নাটকের প্রাণ কোনটি?
উত্তর :
নাটকের প্রাণ হলো সংলাপ।

১৮. তাহেরা নদীতে তাকিয়ে কী ভাসতে দেখে?
উত্তর :
তাহেরা নদীতে তাকিয়ে কচুরিপানা ভাসতে দেখে।

১৯. বহিপীরের বাড়ি কোথায়?
উত্তর :
বহিপীরের বাড়ি সুনামগঞ্জে।

২০. পীরসাহেবের লেবাস কখন শুকিয়ে যাবে বলে হাশেম আলি ধারণা করে?
উত্তর :
পীরসাহেবের লেবাস দুপুরের মধ্যে শুকিয়ে যাবে বলে হাশেম আলি ধারণা করে।

error: Content is protected !!