- ‘পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়’ – কী প্রসঙ্গে বলা হয়েছে?
- ‘আমি তোমার ধর্মের সহায়’ – এ কথা বলার কারণ কী? বুঝিয়ে লেখো।
- ‘চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী’ বলতে কী বোঝানো হয়েছে?
‘খাইতে দাও না হলে চুরি করিব’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
‘খাইতে দাও না হলে চুরি করিব’ কথাটি দ্বারা বিড়ালের যে খাদ্য পাওয়ার অধিকার রয়েছে সেটা বোঝানো হয়েছে।
জীবের সবচেয়ে বড় এবং প্রথম চাহিদা হলো খাদ্য আর এই চাহিদাকে কেন্দ্র করেই পৃথিবীর বেশির ভাগ কর্মকাণ্ড পরিচালিত হয়। কেই যখন স্বাভাবিক উপায়ে খাবার পাওয়ার রাস্তা না পায় তখন চুরি করা ছাড়া তার আর কোনো উপায় থাকে না। তাছাড়া এ পৃথিবীর খাদ্যে সকলেরই সমান অধিকার থাকা সত্ত্বেও তা সমভাবে সকলে পায় না। সঠিকভাবে খাবার পেলে চুরি বন্ধ হবে, প্রকারান্তরে একথাটিই বোঝানো হয়েছে।