‘পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়’ – কী প্রসঙ্গে বলা হয়েছে?
পুরুষের মতো আচরণ করে দুধ চুরির অপরাধে বিড়ালকে লাঠিপেটা করার বিষয়ে কমলাকান্তের ইচ্ছা প্রসঙ্গে কথাটি বলা হয়েছে।
কমলাকান্ত তার শয়নকক্ষে বিবিধ বিষয়কে চিন্তায় অন্যমনস্ক থাকলে বিড়াল এসে তার জন্যে রাখা দুধটুকু সাবাড় করে দেয়। দুধের ওপর বিড়ালের অধিকার বিবেচনায় প্রথম দিকে কমলাকান্ত নীরব থাকলেও নীরব থাকলেও শেষ পর্যন্ত এ মনোভাব ধরে রাখতে পারেনি। তাই অনেক অনুসন্ধান করে একখানা লাঠি নিয়ে বিড়ালকে তাড়া করে পুরুষোচিত মনোভাবের পরিচয় দিতে চায়। প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা এ কথাটিই বোঝানো হয়েছে।