- ‘পরোপকারই পরম ধর্ম’-ব্যাখ্যা করো।
- ‘চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী’ বলতে কী বোঝানো হয়েছে?
- ‘আমি তোমার ধর্মের সহায়’ – এ কথা বলার কারণ কী? বুঝিয়ে লেখো।
কমলাকান্ত কেন সমাজতন্ত্রের বিপক্ষে?
ব্যক্তিস্বার্থ ক্ষুণ্ন হবে বলেই কমলাকান্ত সমাজতন্ত্রের বিপক্ষে।
কমলাকান্ত ধনতান্ত্রিক সমাজব্যবস্থার প্রতিনিধি। তার মতে, ধনীর ধন বৃদ্ধির ব্যতীত সমাজের উন্নতি সম্ভব নয়। কিন্তু সমাজতান্ত্রিক সমাজব্যবস্থায় ধনী-দরিদ্র সকলেরই সমান। সমাজতন্ত্রের এই নীতি ধনিকশ্রেণীর স্বার্থবিরোধী বলে কমলাকান্ত সমাজতন্ত্রের বিপক্ষে।