‘আমি তোমার ধর্মের সহায়’ – এ কথা বলার কারণ কী? বুঝিয়ে লেখো।

‘আমি তোমার ধর্মের সহায়’ – এ কথা বলার কারণ কী? বুঝিয়ে লেখো।

পরোপকার যেহেতু ধর্মের মূল তাই কমলাকান্তের জন্যে রাখা দুধ খেয়ে বিড়ালটি তাঁর ধর্মের সহায় হয়েছে, এটি বোঝাতেই বিড়াল কথাটি বলেছে।
ধর্মে পরোপকারকে সর্বাধিক পুণ্যের কাজ হিসেবে গণ্য করা হয়। কমলাকান্তের জন্যে রাখা দুধ পান করে বিড়ালটির অশেষ উপকার হয়েছে। সে নিজ দায়িত্বে দুধ পান করেছে বলেই কমলাকান্তের এই পরোপকার সিদ্ধ হলো। এর মধ্য দিয়ে কমলাকান্ত সেই পরম ধর্মের ফলভোগী হলেন। তাই বিড়াল প্রশ্নোক্ত কথাটি বলেছে।

error: Content is protected !!