- ‘পতিত আত্মা’ বলতে কী বোঝানো হয়েছে?
- ‘যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে-ব্যাখ্যা করো।
- ‘সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও’ – কে, কেন বলেছিল?
বিড়ালকে ‘পতিত আত্মা’ বলার কারণ ব্যাখ্যা করো।
বিড়ালকে পতিত আত্মা বলার কারণ হলো, বিড়াল ক্ষুধার জ্বালায় পাপ কাজেও পিছপা হয় না।
পতিত আত্মা বলতে সাধারণত মানুষের নৈতিক অধঃপতনকে বোঝানো হয়। বিড়াল পথে পথে ঘুরে বেড়ায় আর ক্ষুধার জ্বালায় মানুষের খাবার চুরি করে। আবার সেই অপরাধে নির্যাতনের শিকার হয়। তারপরও সে বেঁচে থাকার জন্যে চুরির পক্ষেই সাফাই গায়। এ কারণেই বিড়ালকে পতিত আত্মা বলা হয়েছে।