- ‘একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি, ভাবিয়া কমলাকান্তের বড়ই আনন্দ হইল’ – কেন?
- বিড়াল কমলাকান্তকে কতদিন উপোস করতে বলেছে?
- ‘পরোপকারই পরম ধর্ম’-ব্যাখ্যা করো।
‘চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী’ বলতে কী বোঝানো হয়েছে?
অধিকারবঞ্চিত হয়েই লোকে অন্যায় লিপ্ত হয়, যা বোঝানো হয়েছে – প্রশ্নোক্ত বাক্যটিতে।
‘বিড়াল’ রচনার বিড়ালের সাথে কমলাকান্তের কাল্পনিক কথোপকথনে বর্ণিত হয়েছে, চোর চুরি করে বলে সে দোষী। অথচ ধনীর প্রয়োজনাতীত ধন থাকা সত্ত্বেও তারা ক্ষুধার্তের প্রতি মুখ তুলে চায় না।
তাই চোর চুরি করতে বাধ্য হয়। আসলে চোরের চেয়েও কৃপণ ধনী বেশি অপরাধী।