বিড়াল কমলাকান্তকে কতদিন উপোস করতে বলেছে?

বিড়াল কমলাকান্তকে কতদিন উপোস করতে বলেছে?

মার্জারী কমলাকান্তের জন্যে রাখা দুধ চুরি করে খেয়ে ফেলেছিল বলে তিনি শাস্তি দেওয়ার জন্যে বিড়ালের প্রতি ধাবমান হলেন।
কমলাকান্ত নেশায় বুঁদ হয়ে ওয়াটারলুর যুদ্ধ নিয়ে ভাবছিলেন। সে সময় একটি মার্জারী তাঁর অলক্ষে তাঁর জন্যে রাখা দুধটুকু খেয়ে ফেলে। প্রথমে তিনি ঠিক করে উঠতে পারেন না বিড়ালটিকে শাস্তি দেবেন কি না। শেষ পর্যন্ত তাঁর মনে হলো বিড়াল দুধ চুরি করে খেলে মানুষ তাকে মারবে এটাই স্বাভাবিক নিয়ম। না মারা হলে কাপুরুষতা প্রকাশ পায় – এ বিবেচনায় তিনি মার্জারীর দিকে ধাবমান হলেন।

error: Content is protected !!