‘পতিত আত্মা’ বলতে কী বোঝানো হয়েছে?

‘পতিত আত্মা’ বলতে কী বোঝানো হয়েছে?

বিপদগ্রস্ত আত্মাকে ‘পতিত আত্মা’ বলে, কিন্তু এখানে বিড়ালকে বোঝানো হয়েছে।
‘পতিত আত্মা’ বলতে সাধারণত মানুষের নৈতিক অধঃপতনকে বোঝানো হয়। বিড়াল পথে পথে ঘুরে বেড়ায় আর ক্ষুধার জ্বালায় মানুষের খাবার চুরি করে। আবার সেই অপরাধে নির্যাতনের শিকার হয়। তারপরও সে বেঁচে থাকার জন্যে চুরির পক্ষে সাফাই গায়। এ কারণেই বিড়ালকে ‘পতিত আত্মা’ বলা হয়েছে।

error: Content is protected !!