- কালো চোখেকে কিছু তর্জমা করতে হয় না কেন? ব্যাখ্যা করো।
- কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
- নাপিত কাঙালীর মায়ের হাত দেখে মুখ গম্ভীর করল কেন?
আকাশে বিজলী চমকায়-
ক) দুই খণ্ড মেঘ পর পর এলে
খ) মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
গ) মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
ঘ) মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
সঠিক উত্তর : ঘ) মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে