আধা প্রস্তুত পণ্য কাকে বলে?

শিল্প প্রক্রিয়াজাত করার পর যে কাঁচামাল ভোগের কাজে না এসে পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য অন্য শিল্পে ব্যবহৃত হয় তাকে আধা প্রস্তুত পণ্য বলে। এক্ষেত্রে লৌহ আকরিক কাঁচামাল এবং লৌহপিণ্ড আধা প্রস্তুত পণ্য নামে অভিহিত হবে।

error: Content is protected !!