কবি গানের প্রথম কবি কে?

কবি গানের প্রথম কবি গোঁজলা পুট [গুই]। আঠার শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে সমাজে কবি গানের প্রচলন ছিল, যাদের হিন্দু সমাজে কবিওয়ালা ও মুসলিম সমাজে শায়ের বলা হতো। কবিওয়ালাদের যিনি প্রাচীন তার নাম গোঁজলা গুই। এছাড়া কয়েকজন বিখ্যাত কবিওয়ালার নাম রামবসু, অ্যান্টনি ফিরিঙ্গি, হরু ঠাকুর, নিধুবাবু, কেষ্টা মুচি, ভবানী।

কবি গানের প্রথম কবি কে?

ক) গোঁজলা পুট [গুই]
খ) হরু ঠাকুর
গ) ভবানী ঘোষ
ঘ) নিতাই বৈরাগী

সঠিক উত্তর : ক) গোঁজলা পুট [গুই]

error: Content is protected !!