পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় – শুশুক। শুশুক বা ডলফিন জাতীয় প্রাণীগুলো পানিতে বাস করলেও মাছের মতো ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না। এরা পানি থেকে ভেসে উঠে মাথার উপর আড়াআড়িভাবে থাকা ছিদ্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে।
পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়-
ক) পটকা মাছ
খ) হাঙ্গর
গ) শুশুক
ঘ) জেলী ফিস
সঠিক উত্তর : গ) শুশুক