কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?

D-৮ ভুক্ত দেশ ৮টি – তুরস্ক, ইরান, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মালয়েশিয়া ও নাইজেরিয়া। সদস্য দেশগুলোর জনগণের শান্তি, সংলাপ, সহযোগিতা, ন্যায়বিচার, গণতন্ত্র ও সমতার ভিত্তিতে পারস্পরিক উন্নয়ন সাধনের উদ্দেশ্যে ১৯৯৭ সালের ৫ জুন D-৮ (Developing-৮) গঠিত হয়।

কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?

ক) নাইজেরিয়া
খ) ভারত
গ) মালয়েশিয়া
ঘ) তুরস্ক

সঠিক উত্তর : খ) ভারত

error: Content is protected !!