বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়। – উক্তিটির মধ্য দিয়ে জ্ঞান অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থীর আগ্রহ এবং সামর্থ্যের বিষয়টিই যে প্রধান, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে।
প্রাবন্ধিক মনে করেন, শিক্ষা চাপিয়ে দেওয়ার বিষয় নয়। কেননা, এটি অনেকাংশে শিক্ষার্থীর রুচি ও সামর্থ্যের উপর নির্ভরশীল। তাই সুশিক্ষিত হওয়ার জন্য শিক্ষার্থীকে নিজের পছন্দ, আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী বই পড়ার মধ্য দিয়ে জ্ঞান অর্জন করতে হবে। প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে এ সত্যটিকেই উপস্থাপন করা হয়েছে।