সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. তোমার বিদ্যালয়ের দশটি কম্পিউটার ও একটি প্রিন্টার ব্যবহারের নেটওয়ার্ক তৈরির জন্য একটি টপোলজি যুক্তিসহ সুপারিশ করো।
২. রাউটারের কাজ করার পদ্ধতি বর্ণনা করো।
৩. অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা স্থানান্তরের প্রক্রিয়া বর্ণনা করো।
৪. কম্পিউটার নেটওয়ার্ক বলতে কী বোঝ?
৫. ক্লায়েন্ট বলতে কী বোঝ?
৬. নেটওয়ার্ক এডাপ্টার বলতে কী বোঝ?
৭. রিসোর্স বলতে কী বোঝ?
৮. সার্ভার কম্পিউটার বলতে কী বোঝ?
৯. কম্পিউটার নেটওয়ার্ক কী? একটি কম্পিউটার নেটওয়ার্কের চিত্র অঙ্কন করো।
১০. প্রটোকল বলতে কী বোঝ?
১১. MAN কী? স্টার টপোলজির সুবিধা ও অসুবিধা লেখো।
১২. কম্পিউটারের অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে কি কি ভাগে ভাগ করা যায়?
১৩. টপোলজি বলতে কী বুঝ?
১৪. বাস টপোলজির সুবিধা ও অসুবিধা লেখো।
১৫. স্টার টপোলজির সুবিধা ও অসুবিধা লেখো।
১৬. নেটওয়ার্ক ব্যবহারে কোন টপোলজি অধিক সুবিধাজনক?
১৭. হাইব্রিড টপোলজি বলতে কী বোঝ? কেন এটি ব্যবহার করা হয়?
১৮. ই-টিকিটিং বলতে কী বোঝ?
১৯. ক্লাউড কম্পিউটিং কী?
২০. সামাজিক নেটওয়ার্ক কী? সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের সুফল কী কী?
২১. হাব ও সুইচের মধ্যে পার্থক্য লেখো।
২২. সুইচ কাকে বলে?
২৩. সুইচ কীভাবে কাজ করে?
২৪. রাউটার কাকে বলে?
২৫. রাউটার কীভাবে কাজ করে?
২৬. মডেম কী? মডেমের কাজ বর্ণনা করো।
২৭. অপটিক্যাল ফাইবার কী?
২৮. স্যাটেলাইট বলতে কী বোঝ?
২৯. সাবমেরিন ক্যাবল কী?
৩০. বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অপটিক্যাল ফাইবার ও স্যাটেলাইট এর মধ্যে পার্থক্য বর্ণনা করো।