মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বুঝ?

পর্যায় সারণির একই পর্যায় বা একই গ্রুপের মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে উহাদের যেসব ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয় তাদেরকে পর্যায় ভিত্তিক ধর্ম বলা হয়। মৌলের গলনাংক, স্ফূটনাংক, ঘনত্ব, পারমাণবিক আকার, আয়নীকরণশক্তি, তড়িৎঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি এগুলো সবই পর্যায়বৃত্তিক ধর্ম।

error: Content is protected !!