মানুষ মুহম্মদ (স.) প্রশ্ন উত্তর

মানুষ মুহম্মদ (স.) জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. ছাত্রজীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগ দেন?
উত্তর :
ছাত্রজীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী অসহযোগ আন্দোলনে যোগ দেন।

২. ‘পরহিতব্রতী’ অর্থ কী?
উত্তর :
‘পরহিতব্রতী’ অর্থ পরের উপকারে নিয়োজিত।

৩. ‘তায়েফ’ কোথায় অবস্থিত?
উত্তর :
‘তায়েফ’ সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অবস্থিত।

৪. শেষ পর্যন্ত হযরতের মৃত্যুশর্য্যার পাশে কে ছিলেন?
উত্তর :
মহামতি আবুবকর (রা.) হযরতের মৃত্যুশয্যার পাশে শেষ পর্যন্ত ছিলেন।

৫. ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে ‘স্থিতধী’ বলা হয়েছে কাকে?
উত্তর :
‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে ‘স্থিতধী’ বলা হয়েছে হযরত আবুবকর (রা.) কে।

৬. কোথায় সত্য প্রচার করতে যেয়ে হযরত মুহম্মদ (স.) ভীষণ বিপদের সম্মুখীন হয়েছিলেন?
উত্তর :
তায়েফে সত্য প্রচার করতে যেয়ে হযরত মুহম্মদ (স.) ভীষণ বিপদের সম্মুখীন হয়েছিলেন।

৭. ‘পুলকদীপ্তি’ অর্থ কী?
উত্তর :
‘পুলকদীপ্তি’ শব্দের অর্থ আনন্দের উদ্ভাস।

৮. হযরত মুহম্মদ (স.) আবাল্য কী হিসেবে পরিচিত ছিলেন?
উত্তর :
হযরত মুহম্মদ (স.) আবাল্য আল-আমিন হিসেবে পরিচিত ছিলেন।

৯. ‘হিজরত’ অর্থ কী?
উত্তর :
‘হিজরত’ অর্থ পরিত্যাগ।

১০. ‘রুধিরাক্ত’ শব্দের অর্থ কী?
উত্তর :
‘রুধিরাক্ত’ শব্দের অর্থ হলো রক্তাক্ত।

১১. ‘মানুষ মুহম্মদ (স.)’ রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর :
‘মানুষ মুহম্মদ (স.) রচনাটি মোহাম্মদ ওয়াজেদ আলীর ‘মরুভাস্কর’ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

মানুষ মুহম্মদ (স.) অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

১. মানুষের একজন হয়েও হযরত মুহম্মদ (স.) দুর্লভ কেন?
২. খাদিজা (রা.)-এর হযরত মুহম্মদ (স.)-কে পছন্দ করার কারণ ব্যাখ্যা করো।
৩. হযরত মুহম্মদ (স.) মক্কা ছেড়ে মদিনায় হিযরত করলেন কেন?
৪. ‘তিনি আজ জীবন-নদীর ওপারে চলিয়া গেলেন।’ – বুঝিয়ে লেখো।

error: Content is protected !!