সাহসী জননী বাংলা প্রশ্ন উত্তর

সাহসী জননী বাংলা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. কে মহাপ্রতিরোধ দেখিয়েছে?
উত্তর :
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাঙালি জাতি মহাপ্রতিরোধ দেখিয়েছে।

২. ‘মৃতের আগুন’ কোথায় চাপা?
উত্তর :
‘মৃতের আগুন’ বুকে চাপা।

৩. কখন হানাদার আসে?
উত্তর :
মধ্যরাতে হানাদার আসে।

৪. মধ্যরাতে কারা এসেছিল?
উত্তর :
মধ্যরাতে হানাদার এসেছিল।

৫. মধ্যরাতে কারা জাগে?
উত্তর :
মধ্যরাতে নীলকমলেরা জাগে।

৬. ‘যার সঙ্গে যে রকম, সে রকম’ – কে খেলবে?
উত্তর :
‘যার সঙ্গে যে রকম, সে রকম’ – খেলবে সাহসী বাঙালি মুক্তিযোদ্ধারা।

৭. ‘সাহসী জননী বাংলা’ কবিতায় ‘চির কবিতার দেশ’ বলা হয়েছে কাকে?
উত্তর :
‘সাহসী জননী বাংলা’ কবিতায় ‘চির কবিতার দেশ’ বলা হয়েছে বাংলাদেশকে।

৮. ‘কার্তুজ’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর :
‘কার্তুজ’ শব্দটি ‘কারটিজ’ শব্দ থেকে এসেছে।

৯. ‘সাহসী জননী বাংলা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর :
‘সাহসী জননী বাংলা’ কবিতাটি ‘ধূলি ও সাগর দৃশ্য’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

১০. ‘কার্তুজ’ শব্দের অর্থ কী?
উত্তর :
‘কার্তুজ’ শব্দের অর্থ – বন্দুকের টোটা।

১১. ‘ঘৃণার কার্তুজ’ কথাটির অর্থ কী?
উত্তর :
‘ঘৃণার কার্তুজ’ কথাটির অর্থ – বাঙালি জাতির বিস্ফোরণোন্মুখ ঘৃণার সম্মিলন।

১২. কবি কামাল চৌধুরীর মতে, বাংলা ও বাঙালি জাতি কীসের জন্য বিখ্যাত?
উত্তর :
কবি কামাল চৌধুরীর মতে, বাংলা ও বাঙালি জাতি কবিতার জন্য বিখ্যাত।

error: Content is protected !!