আমি কোনো আগন্তুক নই প্রশ্ন উত্তর

আমি কোনো আগন্তুক নই জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর :
আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম ‘রাত্রিশেষ’।

২. কবি যে ভিনদেশি পথিক নন, এটি তিনি কার কসম করে বলেছেন?
উত্তর :
কবি খোদার কসম করে বলেছেন যে তিনি ভিনদেশি পথিক নন।

৩. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কোন মাসের উল্লেখ আছে?
উত্তর :
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কার্তিক মাসের উল্লেখ আছে।

৪. জ্যোৎস্নার চাদরে ঢাকা ছিল কী?
উত্তর :
জ্যোৎস্নার চাদরে নিশিন্দার ছায়া ঢাকা ছিল।

৫. কবি কোন মাসের ধানের মঞ্জুরীকে সাক্ষী করেছেন?
উত্তর :
কবি কার্তিকের ধানের মঞ্জরীকে সাক্ষী করেছেন।

৬. কদম আলী কীসে নত?
উত্তর :
কদম আলী অকাল বার্ধক্যে নত।

৭. কবি তাঁর স্বদেশে থাকেন কোন নিয়মে?
উত্তর :
কবি তাঁর স্বদেশে থাকেন স্বাপ্নিক নিয়মে।

৮. ‘আসমান’ অর্থ কী?
উত্তর :
‘আসমান’ অর্থ – আকাশ।

৯. ‘নিশীথ রাত্রি’ শব্দের কথ্যরূপ কী?
উত্তর :
‘নিশীথ রাত্রি’ শব্দের কথ্যরূপ – নিশিরাইত।

১০. কীসের সঙ্গে কবির জীবন বাঁধা?
উত্তর :
গ্রামীণ জনপদের সঙ্গে কবির জীবন বাঁধা।

১১. আহসান হাবীব-এর কবিতায় কোন দিকটি বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে?
উত্তর :
আহসান হাবীব-এর কবিতায় গভীর জীবনবোধ ও আশাবাদ বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে।

error: Content is protected !!