পল্লিজননী জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. কীসের বাতাসে সুপারির বন হেলে পড়ে?
উত্তর : বাদুড়ের পাখার বাতাসে সুপারির বন হেলে পড়ে।
২. ‘নয়ন নীর’ অর্থ কী?
উত্তর : ‘নয়ন নীর’ অর্থ চোখের জল।
৩. ‘পল্লিজননী’ কবিতায় ছেলের কোঁচভরা কী ছিল?
উত্তর : ‘পল্লিজননী’ কবিতায় ছেলের কোঁচভরা বেথুল ছিল।
৪. ‘পল্লিজননী’ কবিতায় মায়ের পরান দোলে কেন?
উত্তর : ‘পল্লিজননী’ কবিতায় সন্তানের অমঙ্গল আশঙ্কায় মায়ের পরান দোলে।
৫. বুনো পথে কারা কুয়াশা কাফন ধরে চলে?
উত্তর : বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরে চলে।
৬. কবি জসীমউদ্দীনের গ্রামের নাম কী?
উত্তর : কবি জসীমউদ্দীনের গ্রামের নাম তাম্বুলখানা।
৭. কবি জসীমউদ্দীন কোন কবি নামে খ্যাত?
উত্তর : কবি জসীমউদ্দীন ‘পল্লিকবি’ নামে খ্যাত।
৮. বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জসীমউদ্দীনের কোন কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়?
উত্তর : বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে জসীমউদ্দীনের ‘কবর’ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনে অন্তর্ভুক্ত হয়।
৯. কোথা থেকে পচা পাতার ঘ্রাণ আসছে?
উত্তর : এঁদো ডোবা থেকে পচা পাতার ঘ্রাণ আসছে।
১০. মা নামাজের ঘরে কী মানে?
উত্তর : মা নামাজের ঘরে মোমবাতি মানে।
১১. বাঁশবনে ডাকে কে?
উত্তর : বাঁশবনে ডাকে কানাকুয়ো।
১২. পল্লিজননীর প্রাণ কাঁদে কেন?
উত্তর : পুত্রের অমঙ্গল আশঙ্কায় পল্লিজননীর প্রাণ কাঁদে।
১৩. ছেলে ঢ্যাঁপের মোয়া বেঁধে কীসে ভরে রাখতে বলেছে?
উত্তর : ছেলে ঢ্যাঁপের মোয়া বেঁধে সাত-নরি সিকায় ভরে রাখতে বলেছে।
১৪. ‘পল্লিজননী’ কবিতায় সাত-নরি সিকা ভরে কী বেঁধে রাখার কথা বলা হয়েছে?
উত্তর : ‘পল্লিজননী’ কবিতায় সাত-নরি সিকা ভরে ঢ্যাঁপের মোয়া বেঁধে রাখার কথা বলা হয়েছে।
১৫. ‘পল্লিজননী’ কবিতায় ছেলে মাকে কী যত্ন করে রাখার কথা বলেছে?
উত্তর : ‘পল্লিজননী’ কবিতায় ছেলে মাকে লাটাই যত্ন করে রাখার কথা বলেছে।
১৬. ‘পল্লিজননী’ কবিতায় কোন ফলের কথা বলা হয়েছে?
উত্তর : ‘পল্লিজননী’ কবিতায় বেথুল ফলের কথা বলা হয়েছে।
১৭. ‘পল্লিজননী’ কবিতায় কোন পাখির ডাক অকল্যাণকর?
উত্তর : ‘পল্লিজননী’ কবিতায় হুতুম পাখির ডাক অকল্যাণকর।
১৮. ছেলেকে ভালো করে দেওয়ার জন্য মা কয়জনের কাছে প্রার্থনা করে?
উত্তর : ছেলেকে ভালো করে দেওয়ার জন্য মা তিন জনের কাছে প্রার্থনা করে।
১৯. ‘পল্লিজননী’ কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর : পল্লিজননী’ কবিতাটি জসীমউদ্দীনের ‘রাখালী’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
২০. ‘পল্লিজননী’ কবিতার মূলকথা কী?
উত্তর : ‘পল্লিজননী’ কবিতার মূলকথা অপত্যস্নেহের অনিবার্য আকর্ষণ।
পল্লিজননী অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. ‘বিরহী মায়ের একেলা পরাণ দোলে’ – কথাটি বুঝিয়ে লেখো।
২. ‘পল্লিজননী’ কবিতায় ‘মোসলমানের আড়ং দেখিতে নাই।’ – এই চরণ দ্বারা কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
৩. ‘উত্তর দিতে দুখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা।’ – বুঝিয়ে লেখো।
৪. ‘রহিম চাচার ঝাড়া’ বলতে কী বোঝানো হয়েছে?