ঝরনার গান জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. ঝরনা কেমন পায়ে ছুটে চলে?
উত্তর : ঝরনা চপল পায়ে ছুটে চলে।
২. ঝরনা কীসের গান গায়?
উত্তর : ঝরনা পরির গান গায়।
৩. ‘দুপুর-ভোর’ পথ কী করে?
উত্তর : ‘দুপুর-ভোর’ পথ ঝিমায়।
৪. ঝরনা কোন ফুলের নূপুর পায়ে দেয়?
উত্তর : ঝরনা টগর ফুলের নূপুর পায়ে দেয়।
৫. ‘ঝরনার গান’ কবিতার শেষ শব্দটি কী?
উত্তর : ‘ঝরনার গান’ কবিতার শেষ শব্দটি ‘দিগবিদিক’।
৭. ‘বিজন’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘বিজন’ শব্দের অর্থ নির্জন বা জনশূন্য।
৮. বহুদিন ধরে জমা শেওলাকে কী বলে?
উত্তর : বহুদিন ধরে জমা শেওলাকে ঝাঁঝি বলে।
৯. ‘আংরাখা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘আংরাখা’ শব্দের অর্থ – লম্বা ও ঢিলেঢালা পোশাকবিশেষ।
১০. তরল শ্লোক কী?
উত্তর : তরল শ্লোক হলো – লঘু বা হালকা চালের কবিতা।
১১. ‘ঝরনার গান’ কবিতাটি কোন কাব্য থেকে সংকলিত?
উত্তর : ‘ঝরনার গান’ কবিতাটি ‘বিদায় আরতি’ কাব্য থেকে সংকলিত।
১২. ‘ঝরনার গান’ কবিতায় কোথা থেকে সাদা জলরাশির ধারা নেমে আসে?
উত্তর : ‘ঝরনার গান’ কবিতায় পর্বত থেকে সাদা জলরাশির ধারা নেমে আসে।
১৩. গিরি থেকে কী পতিত হয়?
উত্তর : গিরি থেকে অম্বুরাশি পতিত হয়।
ঝরনার গান অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. ‘চকোর চায় চন্দ্রমায়’ কথাটি বুঝিয়ে লেখো।
২. ‘নিজের পায় বাজাই তাল’ – বলতে কী বোঝানো হয়েছে?
৩. ‘শঙ্কা নাই সমান যাই’ – পঙক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?
৪. ‘আমরা চাই মুগ্ধ-চোখ।’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?