সাহিত্যের রূপ ও রীতি প্রশ্ন উত্তর

সাহিত্যের রূপ ও রীতি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. ‘সাহিত্য সন্দর্শন’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর :
‘সাহিত্য সন্দর্শন’ গ্রন্থের রচয়িতা হলেন শ্রীশচন্দ্র দাশ।

২. কোন ধরনের প্রবন্ধে ব্যক্তি-হৃদয় প্রাধান্য পায়?
উত্তর :
মন্ময় প্রবন্ধে ব্যক্তি-হৃদয় প্রাধান্য পায়।

৩. বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন কী?
উত্তর :
বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতাবলি।

৪. মহাকাব্য কী?
উত্তর :
মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী-কবিতা।

৫. বিশ্বসাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন রূপ কোনটি?
উত্তর :
বিশ্বসাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন রূপ নাটক।

৬. বাংলা ভাষার সার্থক ঔপন্যাসিক কে?
উত্তর :
বাংলা ভাষায় প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৭. উপন্যাসের প্রধান উপজীব্য কী?
উত্তর :
উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট।

৮. বিশ্বসাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন রূপ কোনটি?
উত্তর :
বিশ্বসাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন রূপ হলো নাটক।

৯. সাহিত্যের প্রধান লক্ষণ কী?
উত্তর :
সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা।

১০. বাংলা ভাষার সার্থক ছোটোগল্পকার কে?
উত্তর :
বাংলা ভাষার সার্থক ছোটোগল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

সাহিত্যের রূপ ও রীতি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

১. পাঠকসমাজে উপন্যাসই সর্বাধিক বহুল পঠিত ও জনপ্রিয়তার শীর্ষে কেন?
২. ‘নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শকসমাজ।’ – কেন বুঝিয়ে লেখো।
৩. ‘উপন্যাস’ বলতে কী বোঝো?
৪. তন্ময় প্রবন্ধ বলতে কী বোঝায়?

error: Content is protected !!