একাত্তরের দিনগুলি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. ১৯৭১ সালের ১০ মে কী বার ছিল?
উত্তর : ১৯৭১ সালের ১০ মে সোমবার ছিল।
২. চরমপত্র কী?
উত্তর : চরমপত্র হলো – মৃত্যুর পূর্বসময়ে লিখিত উপদেশ।
৩. ‘মার্সি পিটিশন’ কী?
উত্তর : ‘মার্সি পিটিশন’ হলো – শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আবেদন।
৪. চরমপত্র কী?
উত্তর : চরমপত্র হলো মৃত্যুর পূর্বসময়ে লিখিত উপদেশ।
৫. জাহানারা ইমামকে কী বলা হয়?
উত্তর : জাহানারা ইমামের শহিদ জননী বলা হয়।
৬. লেখিকার বেড সাইড টেবিলের কলিদানিতে কী ছিল?
উত্তর : লেখিকার বেড সাইড টেবিলের কালিদানিতে বনিপ্রিন্স-এর আধফোটা কলি ছিল।
৭. যুদ্ধের সময় জামী কোন শ্রেণির ছাত্র ছিল?
উত্তর : যুদ্ধের সময় জামী দশম শ্রেণির ছাত্র ছিল।
৮. ঢাকার কয় জায়গায় গ্রেনেড ফেটেছে?
উত্তর : ঢাকার ছয় জায়গায় গ্রেনেড ফেটেছে।
৯. স্বাধীন বাংলা বেতারে আবু মোহাম্মদ আলী কার ছদ্মনাম ছিল?
উত্তর : স্বাধীন বাংলা বেতারে আবু মোহাম্মদ আলী ছিল আলী যাকেরের ছদ্মনাম।
১০. জেনারেল নিয়াজি কতজন সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন?
উত্তর : জেনারেল নিয়াজি তিরানব্বই হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন।
১১. গোয়েবলস্ রাজনীতিতে কী রটনার প্রবর্তক?
উত্তর : গোয়েবলস্ রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক।
১২. ‘কথিকা’ কী?
উত্তর : ‘কথিকা হলো নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা।
একাত্তরের দিনগুলি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. ‘মুক্তিফৌজ!’ কথাটা এত ভারী কেন? বুঝিয়ে লেখো।
২. ‘স্কুল খুললেও স্কুলে যাওয়া হবে না।’ – কেন? বুঝিয়ে লেখো।
৩. ‘ধরণি দ্বিধা হও।’ – কেন এ কথাটি বলা হয়েছে?
৪. রুমীর আদর্শের অপমান বলতে কী বোঝানো হয়েছে?