শিক্ষা ও মনুষ্যত্ব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই কোনটি?
উত্তর : জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই হলো শিক্ষা।
২. শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?
উত্তর : শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিই শিক্ষার শ্রেষ্ঠ দিক।
৩. ধনী-দরিদ্র সকলের অন্তরে কী ধ্বনি উত্থিত হয়েছে?
উত্তর : ধনী-দরিদ্র সকলের অন্তরে একই ধ্বনি উত্থিত হলো – চাই, চাই আর চাই।
৪. আত্মার অমৃত উপলব্ধি করা যায় না কেন?
উত্তর : ক্ষুৎপিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না।
৫. মানবজীবনে মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী কয়টি উপায়ের কথা বলেছেন?
উত্তর : মানবজীবনে মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী দুটি উপায়ের কথা বলেছেন।
৬. লোভের ফলে মানুষের কীসের মৃত্যু ঘটে?
উত্তর : লোভের ফলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে।
৭. শিক্ষার আসল কাজ কী?
উত্তর : শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি করা।
৮. জ্ঞান-পরিবেশন কীসের উপায়?
উত্তর : জ্ঞান-পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায়।
৯. শিক্ষা মানুষের কোন দিকটি জাগ্রত করে?
উত্তর : শিক্ষা মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করে।
১০. ‘নিগড়’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘নিগড়’ শব্দের অর্থ শিকল বা বেড়ি।
১১. ‘ক্ষুৎপিপাসা’ কী?
উত্তর : ‘ক্ষুৎপিপাসা’ হলো ক্ষুধা ও তৃষ্ণা।
১২. ‘লেফাফাদুরস্তি’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘লেফাফাদুরস্তি’ শব্দের অর্থ হলো – বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে প্রতারণা।
শিক্ষা ও মনুষ্যত্ব অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়ো কেন? বুঝিয়ে লেখো।
২. লেখক ‘নিচের থেকে ঠেলা’ বলতে কী বুঝিয়েছেন?
৩. অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি কেন? ব্যাখ্যা করো।
৪. ক্ষুৎপিপাসার তৃপ্তির প্রয়োজন কেন?