উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয়?
উত্তর : কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে সমাহিত করা হয়।
২. আজ নতুন করে কীসের দিন এসেছে?
উত্তর : আজ নতুন করে মহাজাগরণের দিন এসেছে।
৩. আমরা কত আনা শক্তিকে উপেক্ষা করে আসছি?
উত্তর : আমরা দশ আনা শক্তিকে উপেক্ষা করে আসছি।
৪. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে মানুষ হওয়ার সমান অধিকার কারা একেবারে ভুলে যায়?
উত্তর : ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে মানুষ হওয়ার সমান অধিকারের কথা তথাকথিত ছোটোলোক সম্প্রদায় একেবারে ভুলে যায়।
৫. ব্যক্তির সমষ্টিকে এককথায় কী বলে?
উত্তর : ব্যক্তির সমষ্টিকে এককথায় জাতি বলা হয়।
৬. ভারতে অসাধ্য সাধন করেছিলেন কে?
উত্তর : ভারতে মহাত্মা গান্ধী অসাধ্য সাধন করেছিলেন।
৭. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উপেক্ষিত হতভাগারা কার দিকে দলে দলে ছুটে গেছে?
উত্তর : ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে উপেক্ষিত হতভাগারা মহাত্মা গান্ধীর দিকে দলে দলে ছুটে গেছে।
৮. মহাজাগরণের দিন কোন শক্তিকে ভুললে চলবে না?
উত্তর : মহাজাগরণের দিন উপেক্ষিত শক্তিকে ভুললে চলবে না।
৯. ‘তথাকথিত ছোটলোক সম্প্রদায়’-এ নামকরণ করা করেছেন?
উত্তর : সমাজের অভিজাত ও গর্বিত সম্প্রদায় অন্ত্যজ শ্রেণির মানুষকে ‘তথাকথিত ছোটোলোক সম্প্রদায়’ নামকরণ করেছেন।
১০. ‘বোধন-বাঁশি’ কী?
উত্তর : ‘বোধন-বাশি’ হলো বোধ জাগিয়ে তোলার বাঁশি।
উপেক্ষিত শক্তির উদ্বোধন অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. ‘তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর, আর মহা-আত্মার অংশ।’ – এখানে লেখক ক বোঝাতে চেয়েছেন?
২. জনগণকে দিয়ে শত বৎসরের কাজ একদিনে কীভাবে সম্পন্ন করা যায় লেখো।
৩. মহাত্মা গান্ধী ‘ছোটোলোক’কে বুকে ধরে ভাই বলে ডেকেছেন কেন? ব্যাখ্যা করো।
৪. ‘আত্মার ধর্ম’ বলতে কী বোঝানো হয়েছে?