নিমগাছ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. ‘কবিরাজ’ অর্থ কী?
উত্তর : ‘কবিরাজ’ অর্থ যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্যরোগের চিকিৎসা করেন।
২. ‘নিমগাছ’ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর : ‘নিমগাছ’ গল্পটি বনফুলের ‘অদৃশ্যলোক’ গ্রন্থের অন্তর্গত।
৩. বনফুলের প্রকৃত নাম কী?
উত্তর : বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়।
৪. কোন গাছের ছাল ও পাতা চর্মরোগের অব্যর্থ মহৌষধ?
উত্তর : নিমগাছের ছাল ও পাতা চর্মরোগের অব্যর্থ মহৌষধ।
৫. নিমের কচি পাতাগুলো অনেকে খায় কেন?
উত্তর : যকৃতের পক্ষে বেশ উপকারী বলেই নিমের কচি পাতাগুলো অনেকে খায়।
৬. লোকে নিমগাছের কচি ডাল চিবায় কেন?
উত্তর : লোকে নিমগাছের কচি ডাল চিবোয় কারণ এতে দাঁত ভালো থাকে।
৭. কার সঙ্গে চলে যেতে ইচ্ছা হলো নিমগাছের?
উত্তর : নতুন ধরনের লোকটি অর্থাৎ কবির সঙ্গে চলে যেতে ইচ্ছা হলো নিমগাছটির।
৮. ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক বাক্যটি কী?
উত্তর : ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক বাক্যটি হলো – ‘ওদের বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটার ঠিক এই দশা।
৯. নিমগাছের কী ইচ্ছা করল?
উত্তর : নিমগাছের কবির সঙ্গে চলে যেতে ইচ্ছা করল।
নিমগাছ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. ‘একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে।’ – বুঝিয়ে লেখো।
২. ‘মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে।’ – বলতে কী বোঝানো হয়েছে?
৩. কবিরাজরা ‘ নিমগাছের’ প্রশংসায় পঞ্চমুখ কেন? বুঝিয়ে লেখো।
৪. বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন কেন? বুঝিয়ে লেখো।