অভাগীর স্বর্গ গল্পের প্রশ্ন উত্তর

অভাগীর স্বর্গ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর :
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

২. ‘গৃহদাহ’ উপন্যাস কার রচনা?
উত্তর :
‘গৃহদাহ’ উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

৩. ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী কয়দিনের অসুখে মারা গেলেন?
উত্তর :
ঠাকুরদাস মুখুয্যের স্ত্রী সাতদিনের অসুখে মারা গেলেন।

৪. গেঁটে কড়ি কী?
উত্তর :
গেঁটে কড়ি হলো কাঁটাযুক্ত শামুক জাতীয় প্রাণি।

৫. কোন নদীর তীরে শ্মশানঘাট অবস্থিত?
উত্তর :
গরুড় নদীর তীরে শ্মশানঘাট অবস্থিত।

৬. কাঙালীর মা কোন জাতের মেয়ে ছিল?
উত্তর :
কাঙালীর মা দুলে জাতের মেয়ে ছিল।

৭. কাঙালীর বাবার নাম কী?
উত্তর :
কাঙালীর বাবার নাম রসিক দুলে।

৮. গ্রামে নাড়ি দেখতে কে জানত?
উত্তর :
গ্রামে ঈশ্বর নাপিত নাড়ি দেখতে জানত।

৯. জমিদারের গোমস্তার নাম কী?
উত্তর :
জমিদারের গোমস্তার নাম অধর রায়।

১০. অভাগীকে নদীর চড়ায় মাটি দিতে বলেছিল কে?
উত্তর :
অভাগীকে নদীর চড়ায় মাটি দিতে বলেছিল ভট্টাচার্য মহাশয়।

১১. অধর রায় কাঙালীর মাকে কোথায় পুঁতে ফেলতে বলেছিল?
উত্তর :
অধর রায় কাঙালীর মাকে নদীর চড়ায় পুঁতে ফেলতে বলেছিল।

অভাগীর স্বর্গ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

১. ‘মা আর প্রতিবাদ করিল না’ – বলতে কী বোঝানো হয়েছে?
২. নাপিত কাঙালীর মায়ের হাত দেখে মুখ গম্ভীর করল কেন?
৩. রসিক দুলে তার পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল কেন?
৪. অধর রায় কাঙালীকে কেন গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বলল?

error: Content is protected !!