অতিথির স্মৃতি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১: গল্পকথক কার নির্দেশে দেওঘরে এসেছিলেন?
উত্তর: গল্পকথক চিকিৎসকের নির্দেশে দেওগরে এসেছিলেন।
প্রশ্ন-২: লেখক দেওঘরে যাওয়ার কারণ কী?
উত্তর : লেখক চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন।
প্রশ্ন-৩: গল্পকথক কোথায় থাকতেন?
উত্তর : গল্পকথক প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকতেন।
প্রশ্ন-৪: লেখক গেটের বাইরে পথের ধারে এসে বসেন কখন?
উত্তর : লেখক বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসেন।
প্রশ্ন-৫: রাত কয়টা থেকে ভজন গান শোনা যেত?
উত্তর : রাত তিনটা থেকে ভজন গান শোনা যেত।