ভাব ও কাজ গল্পের প্রশ্ন উত্তর

ভাব ও কাজ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১: লেখক ভাবকে কীসের সাথে তুলনা করেছেন?
উত্তর :
লেখক ভাবকে ‘পুষ্পবিহীন সৌরভেরৱ সাথে তুলনা করেছেন।

প্রশ্ন-২: ‘ভাব ও কাজ’ প্রবন্ধে কোন জিনিসটিকে অবাস্তব উচ্ছ্বাস বলা হয়েছে?
উত্তর :
‘ভাব ও কাজ’ প্রবন্ধে ভাবকে অবাস্তব উচ্ছ্বাস বলা হয়েছে।

প্রশ্ন-৩: কবি ভাবকে কীসের দাস করার কথা বলেছেন?
উত্তর :
কবি ভাবকে কাজের দাস করার কথা বলেছেন।

প্রশ্ন-৪: মানুষকে মাতিয়ে তোলা যায় কী দিয়ে?
উত্তর :
মানুষকে মাতিয়ে তোলা যায় ভাব দিয়ে।

প্রশ্ন-৫: ভাবকে কীসের দাস হিসেবে নিয়োগ করতে না পারলে ভাবের কোনো সার্থকতা থাকে না?
উত্তর :
ভাবকে কাজের দাস হিসেবে নিয়োগ করতে না পারলে ভাবের কোনো সার্থকতা থাকে না।

error: Content is protected !!