বঙ্গভূমির প্রতি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
প্রশ্ন-১: কবি কীসের বর প্রার্থনা করেছেন?
উত্তর : কবি অমরত্বের বর প্রার্থনা করেছেন।
প্রশ্ন-২: কোথায় পড়লে মক্ষিকাও গলে না?
উত্তর : অমৃত-হ্রদে পড়লে মক্ষিকাও গলে না।
প্রশ্ন-৩: নরকুলে ধন্য কে?
উত্তর : নরকুলে ধন্য সে যাকে লোকে মনে রাখে।
প্রশ্ন-৪: ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কে অমৃত-হ্রদে পড়লেও গলে না?
উত্তর : ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় মক্ষিকা অমৃত-হ্রদে পড়লেও গলে না।
প্রশ্ন-৫: কবি দেশমাতৃকার স্মৃতিতে কোন ফুলের মতো ফুটে থাকার কামনা করেছেন?
উত্তর : কবি দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকার কামনা করেছেন।