পাছে লোকে কিছু বলে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১: হৃদয়ে বুদবুদের মতো কী উঠে?
উত্তর : হৃদয়ে বুদবুদের মতো শুভ্র চিন্তা উঠে।
প্রশ্ন-২: শুভ্র চিন্তা কোথায় মিশে যায়?
উত্তর : শুভ্র চিন্তা হৃদয়ের তলে মিশে যায়।
প্রশ্ন-৩: আঁখি সযতনে শুষ্ক রাখে কখন?
উত্তর : যখন প্রাণ কাঁদে তখন আঁখি সযতনে শুষ্ক রাখে।
প্রশ্ন-৪: “একটি স্নেহের কথা” -এর পরের চরণটি লেখো।
উত্তর : “একটি স্নেহের কথা” – এর পরের চরণ “প্রশমিতে পারে ব্যথা।”
প্রশ্ন-৫: কীসে কবির ব্যথা প্রশমিত হয়?
উত্তর : একটি স্নেহের কথায় কবির ব্যথা প্রশমিত হয়।