নারী কবিতার প্রশ্ন উত্তর

নারী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

১. ‘নারী’ কবিতাটি কার লেখা?
উত্তর:
কাজী নজরুল ইসলাম।

২. কাজী নজরুল ইসলামকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর:
বিদ্রোহী কবি।

৩. ‘নারী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর:
সাম্যবাদী।

৪. ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
উত্তর:
১৯২৫ সালে।

৫. ‘নারী’ কবিতায় কবি কীসের সাম্যের কথা বলেছেন?
উত্তর:
নারী ও পুরুষের সাম্যের কথা।

৬. ‘পীড়ন’ শব্দের অর্থ কী?
উত্তর:
যন্ত্রণা বা অত্যাচার।

৭. ‘নর’ শব্দের অর্থ কী?
উত্তর:
পুরুষ মানুষ।

৮. ‘নারী’ কবিতায় কবি কাদের বেদনায় ব্যথিত হয়েছেন?
উত্তর:
নিপীড়িত নারীদের বেদনায়।

৯. ‘শস্যক্ষেত্র’ বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর:
উর্বর ভূমি।

১০. ‘ধরণী’ শব্দের অর্থ কী?
উত্তর:
পৃথিবী।

১১. ‘বেদনা’ শব্দের অর্থ কী?
উত্তর:
কষ্ট।

১২. ‘সাম্য’ শব্দের অর্থ কী?
উত্তর:
সমতা।

১৩. ‘মহীয়সী’ শব্দের অর্থ কী?
উত্তর:
মহৎ নারী।

১৪. ‘জগৎ’ শব্দের অর্থ কী?
উত্তর:
পৃথিবী।

১৫. ‘অংশীদার’ শব্দের অর্থ কী?
উত্তর:
ভাগীদার।

১৬. ‘নর-নারী’ কবিতায় কবি কাদের সমান অধিকারের কথা বলেছেন?
উত্তর:
নারী ও পুরুষের।

১৭. ‘নারী’ কবিতায় কবি কাদের জয়গান গেয়েছেন?
উত্তর:
নারী ও পুরুষের সম্মিলিত শক্তির।

১৮. ‘নারী’ কবিতায় কবি কোন সমাজের স্বপ্ন দেখেছেন?
উত্তর:
সমতাপূর্ণ সমাজের।

১৯. ‘নারী’ কবিতায় কবি নারীদের কী হিসেবে দেখেছেন?
উত্তর:
পুরুষের সমান অংশীদার হিসেবে।

২০. ‘নারী’ কবিতায় কবি কাদেরকে সমান অধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন?
উত্তর:
নারী ও পুরুষ উভয়কে।

error: Content is protected !!