রুপাই কবিতার প্রশ্ন উত্তর

রুপাই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. প্রশ্ন: ‘রুপাই’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর:
‘রুপাই’ কবিতাটির রচয়িতা পল্লীকবি জসীমউদ্দীন।

২. প্রশ্ন: ‘রুপাই’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর:
‘রুপাই’ কবিতাটি ‘রাখালী’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

৩. প্রশ্ন: ‘রুপাই’ কবিতায় কার ছবি ফুটে উঠেছে?
উত্তর:
‘রুপাই’ কবিতায় একজন গ্রামীণ তরুণের ছবি ফুটে উঠেছে।

৪. প্রশ্ন: রুপাইয়ের মাথার চুলগুলো দেখতে কেমন?
উত্তর:
রুপাইয়ের মাথার চুলগুলো কালো ভ্রমরের মতো কোঁকড়া।

৫. প্রশ্ন: রুপাইয়ের শরীর দেখতে কেমন?
উত্তর:
রুপাইয়ের শরীর দেখতে গাঁয়ের এক চাষার মতো।

৬. প্রশ্ন: রুপাইয়ের চোখ দুটি দেখতে কেমন?
উত্তর:
রুপাইয়ের চোখ দুটি যেন কালো কচুর মতো।

৭. প্রশ্ন: রুপাইয়ের হাসি কেমন?
উত্তর:
রুপাইয়ের হাসি যেন কচি ধানের সবুজ চারার মতো।

৮. প্রশ্ন: রুপাইয়ের বাহু দুটি কেমন?
উত্তর:
রুপাইয়ের বাহু দুটি জালি লাউয়ের ডগার মতো সরু।

৯. প্রশ্ন: রুপাইয়ের শরীর কোন মাসে তমাল গাছের মতো কালো হয়?
উত্তর:
রুপাইয়ের শরীর মাঘ মাসে তমাল গাছের মতো কালো হয়।

১০. প্রশ্ন: রুপাই কোন গাছের ছায়া মাড়িয়ে চলে?
উত্তর:
রুপাই বাঁশের ছায়া মাড়িয়ে চলে।

১১. প্রশ্ন: রুপাইয়ের গলা কেমন?
উত্তর:
রুপাইয়ের গলা জারিগানের সুরেলা কণ্ঠের মতো।

১২. প্রশ্ন: রুপাইয়ের মুখখানা কিসের মতো মায়াময়?
উত্তর:
রুপাইয়ের মুখখানা কাঁচা ধানের পাতার মতো মায়াময়।

১৩. প্রশ্ন: রুপাইয়ের সারা দেহ কিসে মাখা?
উত্তর:
রুপাইয়ের সারা দেহ গ্রামের নবীন তৃণ ছায়ায় মাখা।

১৪. প্রশ্ন: রুপাইয়ের চোখ দুটি কিসের মতো বাঁকা?
উত্তর:
রুপাইয়ের চোখ দুটি যেন কালো কচুর মতো বাঁকা।

১৫. প্রশ্ন: রুপাইয়ের হাসি কিসের মতো সবুজ?
উত্তর:
রুপাইয়ের হাসি কচি ধানের চারার মতো সবুজ।

১৬. প্রশ্ন: রুপাইয়ের হাতে কিসের লাঠি থাকে?
উত্তর:
রুপাইয়ের হাতে বাঁশের লাঠি থাকে।

১৭. প্রশ্ন: ‘রুপাই’ কবিতায় কবি রুপাইয়ের কোন বিষয়টি তুলে ধরেছেন?
উত্তর:
‘রুপাই’ কবিতায় কবি রুপাইয়ের শারীরিক সৌন্দর্য এবং কর্মদক্ষতার বিষয়টি তুলে ধরেছেন।

১৮. প্রশ্ন: রুপাইয়ের শরীরে কিসের গন্ধ মাখা?
উত্তর:
রুপাইয়ের শরীরে মাটির সুবাস মাখা।

১৯. প্রশ্ন: ‘রুপাই’ কবিতায় কবি রুপাইকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর:
‘রুপাই’ কবিতায় কবি রুপাইকে বাংলার গ্রামীণ প্রকৃতির সাথে তুলনা করেছেন।

২০. প্রশ্ন: রুপাইয়ের কালো চোখ দেখে কবির মনে কী জাগে?
উত্তর:
রুপাইয়ের কালো চোখ দেখে কবির মনে আনন্দ জাগে।

error: Content is protected !!