রুদ্ধতাপীয় পরিবর্তনের শর্তসমূহ

১) গ্যাসকে অবশ্যই কুপরিবাহী পাত্রে রাখতে হবে যাতে করে কোনো তাপের আদান প্রদান না ঘটে।

২) সিস্টেম বা পাত্রের চারিপার্শ্বের মাধ্যমের তাপগ্রাহীতা বা তাপধারণ ক্ষমতা কম হতে হবে।

৩) চাপ পরিবর্তন খুব দ্রুত করতে হবে যাতে বাইরের সাথে তাপ আদান প্রদানের কোনো সুযোগ না থাকে।

error: Content is protected !!