বসন্ত ঋতু হলো রঙের ঋতু কেন?

বসন্তকালে প্রকৃতির সব উপাদান রঙে রঙে সজ্জিত হয় বলে এ ঋতুকে রঙের ঋতু বলা হয়। বসন্ত ঋতুতে সতেজ, সুন্দর রংবেরঙের ফুল ফোটে। নানা রঙের পালকে ছোট-বড় পাখিরা ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায়, রঙিন প্রজাপতি ওড়ে। তাই এই ঋতুকে রঙের ঋতু বলা হয়।

error: Content is protected !!