ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন হাওড়া স্টেশন। হাওড়া রেলওয়ে স্টেশন (হাওড়া জংশন বা অনানুষ্ঠানিকভাবে হাওড়া স্টেশন নামেও পরিচিত) হল একটি রেলওয়ে স্টেশন। এটিই ভারতের বৃহত্তম রেল স্টেশন। বর্তমানে প্রায় ৬০০টি যাত্রীবাহী ট্রেন স্টেশনের মধ্য দিয়ে যায় যা দৈনিক ভিত্তিতে এক মিলিয়নেরও বেশি যাত্রীকে সেবা দেয়। দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশনের নাম শিয়ালদহ। এটি 158 বছরের পুরাতন। প্রতিদিন 320 টি Passenger Train এখানে যাতায়াত করে।