ভারতের শীতলতম স্থান কোনটি?

ভারতের শীতলতম স্থান হল দ্রাস। এটি লাদাখের কার্গিল জেলায় অবস্থিত। দ্রাসকে “লাদাখের প্রবেশদ্বার” বলা হয় এবং এটি বিশ্বের দ্বিতীয় শীতলতম জনবসতিপূর্ণ স্থান হিসেবে পরিচিত। এখানে শীতকালে তাপমাত্রা প্রায় −45C পর্যন্ত নেমে যেতে পারে।

error: Content is protected !!