সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল বুধ। সূর্য থেকে দূরত্বের ক্রমানুসারে গ্রহগুলো হলো:
- বুধ (Mercury)
- শুক্র (Venus)
- পৃথিবী (Earth)
- মঙ্গল (Mars)
- বৃহস্পতি (Jupiter)
- শনি (Saturn)
- ইউরেনাস (Uranus)
- নেপচুন (Neptune)
বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ এবং এর কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই। এটি প্রায় ৫৮ মিলিয়ন কিলোমিটার (৩৬ মিলিয়ন মাইল) দূরত্বে সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্যের খুব কাছে থাকার কারণে, বুধের তাপমাত্রায় ব্যাপক পরিবর্তন দেখা যায়, দিনের বেলায় ৪২৭°C পর্যন্ত এবং রাতের বেলায় -১৭৩°C পর্যন্ত হতে পারে।