টাইট্রেশন প্রক্রিয়ায় নির্দেশক কেন ব্যবহার করা হয়?

অম্ল ক্ষারক টাইট্রেশন বিক্রিয়ায় অম্ল ও ক্ষারকের মধ্যে প্রশমন বিক্রিয়া সংঘটিত হয়। এক্ষেত্রে নির্দেশক ব্যবহার করা হয় প্রশমনের শেষ বিন্দু নির্ধারণ করার জন্য। অর্থাৎ যেই বিন্দুতে নির্দেশক তার বর্ণ পরিবর্তন করবে সেই বিন্দুই প্রশমনের শেষ বিন্দু।

error: Content is protected !!