“এই তিনটি রং মিলিয়ে মিশিয়ে অনেক রং পাওয়া যায়” – ব্যাখ্যা

হলুদ, নীল ও লাল এই তিনটি প্রাথমিক বা মৌলিক রং তাই এই তিনটি রং মিশিয়ে মিলিয়ে অনেক রং পাওয়া যায়।
ছবি আকার জন্য হলুদ, নীল ও লাল এই তিনটি রং গুরুত্বপূর্ণ। কারণ এই রং তিনটি হলো মৌলিক বা প্রাথমিক রং। এই রং একটির সাথে অন্যটি মিশিয়ে দিলে বিভিন্ন রং যেমন: সবুজ, বেগুনি, কমলা রং তৈরি হয়। তাই বলা হয়েছে যে, এই তিনটি রং মিলিয়ে মিশিয়ে অনেক রং পাওয়া যায়।

error: Content is protected !!