বাঙালি জাতির ইতিহাস সম্পর্কে জেনে অন্তু আলোচ্য মন্তব্যটি করে। বাঙালি জাতির রয়েছে লড়াই ও সংগ্রামের অনেক ইতিহাস। কিন্তু অনেকেই এই ইতিহাস সম্পর্কে জানে না। গল্পের অন্তু বাংলাদেশ ও বাঙালির ইতিহাস সম্পর্কে জানার ইচ্ছা প্রকাশ করে তার মামার কাছে। তার মামা তাকে প্রথমে ঢাকার পুরনো ইতিহাস সম্পর্কে জানান। পরে একে একে ভাষা আন্দোলনের পটভূমি ও সেই সময়কার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানান। মামার কাছ থেকে এত কিছু জানার পরে অন্তু ভীষণ অবাক হয়। কারণ বাঙালি জাতির কত ইতিহাস রয়েছে যা এখনও তার অজানা। সে এর আগে কারও কাছ থেকে এমন নিখুঁতভাবে শোনেনি। তাই অন্তু আলোচ্য মন্তব্যটি করেছে।