রাস্তাটার নাম সাতমসজিদ রোড হয়েছে কেন?

মোহাম্মদপুরের পুরনো সাতগম্বুজ মসজিদের নামানুসারে রাস্তাটার নাম সাতমসজিদ রোড হয়েছে। অন্তুর মামা রাস্তাটির নাম সাতমসজিদ রোড কেন রাখা হয়েছে জিজ্ঞেস করলে অন্তু তার সঠিক জবাব দিতে পারে না। তখন মামা সংক্ষেপে অতীত ইতিহাসের কথা বলেন। মোগল বাদশা জাহাঙ্গীরের সময় থেকেই ঢাকা শহরের আনাচে-কানাচে অনেক মসজিদ তৈরি হতে থাকে। উক্ত রাস্তাটি মোহাম্মদপুরের সাতগম্বুজ মসজিদে গিয়ে ঠেকে এবং সেই পুরনো মসজিদের নামেই রাস্তাটির নামকরণ করা হয়েছে।

error: Content is protected !!