বাঙালির অতীত সংগ্রামের প্রতি অন্তুর ছিল প্রবল আগ্রহ। তাই সে এ কাহিনি শুনতে চেয়েছিল। বাঙালি জাতির রয়েছে সংগ্রাম-আন্দোলনের কে সুদীর্ঘ ইতিহাস। বাঙালি ভাষার জন্য প্রাণ দিয়েছে, দেশকে স্বাধীন করার জন্য অকাতরে বিলিয়ে দিয়েছে নিজ জীবন। এসব কাহিনী অন্তুকে গর্বিত করে, ভীষণভাবে অনুপ্রাণিত করে। তাই সে মামার কাছ থেকে বাঙালির অতীত সংগ্রামের কাহিনী শুনতে চেয়েছিল।