প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে অতীতের ভিত্তিতে বর্তমান গড়ে ওঠার বিষয়টি বোঝানো হয়েছে। যা কিছু গত হয়েছে তাই অতীত, পুরনো। অতীত, ইতিহাস, অতীতের অর্জনই বর্তমানের ভিত্তি। অতীত না থাকলে বর্তমান গড়ে উঠত না। কারণ অতীতকে জেনে, অতীত থেকে শিক্ষা নিয়ে, অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানের দিনগুলো নির্মিত হয়।